অভাজনা .
মিজানুর রহমান মিজান .
বলার যা তা বলি না .
করার যা তা করি না .
মায়ার বাঁধনে জপ হলনা।। .
বেদিশা পথিক, কাজকর্ম নয় সঠিক .
জীবন হয় কি ঠিক, মর্ম বুঝি না।। .
নিজেই হয়ে দোষী, অপরের দোষ খুজি .
একবার ভাবলাম না,সত্য বাণী নিলাম না।। .
যা হবার নয় বিত্ত, তা দিয়ে পূর্ণ চিত্ত .
ভাঙ্গবে গাড়ি সত্য, অটুট থাকা সম্ভব না।। .
চাঁদের নিজস্ব আলো নাই .
কার দয়ায় আহার পাই .
আপনা জীবন কেমনে বাঁচাই .
ভাবলে একবার দিশা থাকে না।। .
অদ্ভুদ কান্ড অনেক ভবে .
লজ্জাবতী ছুঁইলে মরে,যবে .
গাছের আগায় পানি জানি সবে .
অফুরন্ত নেয়ামতেও নাই শোকরানা।। .
খুটিহীন দিগন্ত আকাশের মহড়া .
যমদূত সর্বদা দোয়ারে খাড়া .
সময় মতো নাহি দেই সাড়া .
খাওয়া-দাওয়া করেও অভাজনা।। .
লেখক মিজানুর রহমান মিজান,সম্পাদক দীপ্তি,সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ, সিলেট।মোবা০১৭১২৮৭৯৫১৬। . .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: